রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

৬৪ কোটি টাকার বাজেটে সন্তুষ্ট নয় ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৪:০৫

আপডেট: ২ জুলাই, ২০২৫ ১৪:০৭

শেয়ার

৬৪ কোটি টাকার বাজেটে সন্তুষ্ট নয় ববি শিক্ষার্থীরা
ছবি বাংলা এডিশন

২০২৫-২৬ অর্থবছরে ইউজিসি থেকে ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট পায় বরিশাল বিশ্ববিদ্যালয়।বাজেটের আকার ছোট হওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

গতবছর(২০২৪-২৫) অর্থবছরে এটি ছিলো ৪৯ কোটি ২৬ লাখ টাকা। এইবার ১৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে বাজেট দাঁড়ালো ৬৪ কোটিতে।বাজেট কেন্দ্র করে নানা অভিযোগ তুলছেন শিক্ষার্থীরা। অনেকে দাবি তুলেছেন বাজেটের পরিমান বৃদ্ধি করার জন্য।শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বৃদ্ধির জন্য সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয়।সমাবেশে ব্যানার, ফেস্টুনে ফুটিয়ে তোলা হয় বিশ্ববিদ্যালয়ের সংকট।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার জানান," শিক্ষার মতো মৌলিক অধিকারকে পণ্য হিসেবে দেখার যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, এই বাজেট তাতে নতুন করে সিলমোহর দিয়েছে। শিক্ষা খাতের বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের নীতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই বাজেটে। "

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেইখ বলেন,"৬৪ কোটি টাকার বাজেট খুবই কম হয়েছে।বিশ্ববিদ্যালয় সংকট কাটিয়ে উঠার জন্য এটি তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।অনতিবিলম্বে বাজেট বাড়ানোর জোর দাবি জানাচ্ছি "।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট শিক্ষার্থীদের মনে ক্ষোভের সঞ্চার করেছে।১৪ বছর পরও ববির ভাগ্যের পরিবর্তন হবে কিনা সেটিই এখন দেখার বিষয়। এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড.তৌফিক আলম জানান" আমি অন্তর্তীকালীন উপাচার্য। তাই এই বিষয়ে এই মুহুর্তে কিছু বলতে পারছি না।কিছু দিন পর আপনাদের জানাতে পারবো।"



banner close
banner close