শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন, আটজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১১:৪৬

শেয়ার

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন, আটজন গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো একটি খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া উইং-এর ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো ওই খুদে বার্তায় বলা হয়েছে, ‘মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।’

এর আগে সোমবার সাম্য হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামি মো. রিপন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দিকে আদালত সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর এবং সুজন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।



banner close
banner close