শনিবার

২৪ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৪:৫২

আপডেট: ২১ মে, ২০২৫ ১৪:৫৩

শেয়ার

২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ২৩ মে থেকে ১৪ জুন পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট, বিভাগ এবং প্রশাসনিক দফতরসমূহ বন্ধ থাকবে।

তবে ছুটির এই সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা-বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে।

banner close
banner close