শনিবার

১৭ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ২০:২৪

শেয়ার

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববারের মধ্যে দাবি না মানলে সোমবার থেকে বিগত দিনের মতো মাঠের কঠোর কর্মসূচিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামসহ ৫ দফা দাবি তুলে ধরেন সাত কলেজের সম্মিলিত সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার।

শিক্ষার্থীরা বলছেন, ‘দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতায় সাত কলেজের শিক্ষার্থীরা নানাবিধ সমস্যায় ভুগছেন। ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের মধ্য দিয়ে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।’

তারা আরও জানান, দাবি পূরণে বিলম্ব হলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনে যেতে বাধ্য হবেন।  

এর আগে, গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়৷ সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

banner close
banner close