রবিবার

১৮ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

আহত ৬ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ১৯:৩১

শেয়ার

আহত ৬ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য রেজাউল করিম
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে যান।

আহত শিক্ষার্থী ও সাংবাদিক মাহতাব লিমন বলেন, ‘টিয়ারশেলের তীব্র গ্যাসে আমার লাঞ্চে ইনফেকশন হয়েছে। মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে। এ সময় অক্সিজেন সাপ্লাই নিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের খোঁজ নিয়েছেন।’

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘আমাদের কয়েকজন আহত  শিক্ষার্থী এখনো হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রিফাত হোসেন এবং শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল হোসাইন।

banner close
banner close