শনিবার

১৭ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

দাবি মেনে নেয়ায় জবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ২৩:১৪

শেয়ার

দাবি মেনে নেয়ায় জবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ছবি: সংগৃহীত

দাবি মেনে নেয়ায় চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।

শুক্রবার, ১৬ই মে রাত রাত সাড়ে ৮টার দিকে কাকরাইল মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো যেহেতু মেনে নেওয়া হয়েছে তাই চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো।’

তবে দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি হলে এই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আবারো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন ড. রইছউদ্দীন।

banner close
banner close