মঙ্গলবার

১৩ মে, ২০২৫
৩০ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটিতে ৪৪৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৫ ১৯:৩০

শেয়ার

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটিতে ৪৪৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি, বিধি লঙ্ঘন এবং রাজস্ব ফাঁকির মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার  বিকেলে দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বিধি লঙ্ঘন করে তাদের তহবিল থেকে ৩৪৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা শান্তা মরিয়ম ফাউন্ডেশনে স্থানান্তর করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় অভিযোগে। এই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে দুদক ইতোমধ্যেই আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক জানান, এ ধরনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে কোনো বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়নি। শুধুমাত্র পাওয়া অভিযোগের ভিত্তিতেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও অভিযোগ পেলে সেগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

banner close
banner close