সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৪ জিলক্বদ, ১৪৪৬

আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিতে মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ১৭:৩৫

শেয়ার

আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিতে মিষ্টি বিতরণ
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা। পরে রাত পৌনে ১২টায় সেখান থেকে একটি মিছিল বের করা হয়। 

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দলীয়করণ এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে আওয়ামী লীগ। দলটির অধীনে ক্যাম্পাসে সহিংসতা, ছাত্র সংগঠনগুলোর মধ্যে দলীয় দখলদারত্ব এবং মুক্তচিন্তার জায়গাগুলোর কমে গিয়েছিল। এই নিষেধাজ্ঞা শিক্ষাঙ্গনকে আবারো শান্তিপূর্ণ, গঠনমূলক এবং পাঠভিত্তিক পরিবেশে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’

এছাড়াও রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি গরু ও একটি খাসি জবাই করে আনন্দভোজ উৎসবের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

 

banner close
banner close