শুক্রবার

৯ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৫ ০৬:০৭

শেয়ার

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাবি শিক্ষার্থীরা।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মে)  মধ্যেরাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।

এ সময় তারা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাত দেড়টায় অবরোধ উঠিয়ে নেয় শিক্ষার্থীরা।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, যারা আওয়ামী লীগকে পরিশোধিত করে রাজনীতি করার সুযোগ দেওয়ার চেষ্টা যারা করবে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধেও লড়াই করব। আমরা জুলাইয়ের যোদ্ধারা এখনো আছি প্রয়োজনে আবারো জীবন দেব কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।

জাবি শাখা ছাত্র শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, যে আওয়ামী লীগ আমার ভাইদের বুকের ওপর গুলি করেছে, যে আওয়ামী লীগ আমার শিশুদের বুকে গুলি করেছে, যে আওয়ামী লীগ আমার বোনদের বেদম পিটিয়ে রক্তাক্ত করেছে সেই আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার অধিকার নাই। অনতিবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

জাবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ৫ আগস্টেই এ দেশের ছাত্র-জনতা রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ ফিরবে কিন্তু তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফিরবে, রাজনীতি করার জন্য নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু তারা যদি জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদেরকেও ক্ষমতা থেকে টেনে নামানো হবে। অন্তর্বর্তী সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

 

 

banner close
banner close