শুক্রবার

৯ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে প্রাথমিক শিক্ষার ওপর: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১৯:৫২

শেয়ার

আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে প্রাথমিক শিক্ষার ওপর: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণও শিখে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে শিশুরা এই বিষয়গুলো সুন্দরভাবে শিখতে পারে। আমাদের লক্ষ্য হলো শিশুরা যেনো মাতৃভাষা সুন্দরভাবে বুঝতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, কথা বলতে ও লিখতে পারে এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো গাণিতিক ভাষা বুঝতে পারে।’

বৃহস্পতিবার মিরপুরে পিটিআই মিলনায়তনে‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় বলেন, ‘যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে প্রাথমিক শিক্ষার ওপর।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট এই সেমিনারের আয়োজন করে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

banner close
banner close