মঙ্গলবার

৬ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৯ জিলক্বদ, ১৪৪৬

বাকৃবিতে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

প্রতিনিধি,বাকৃবি

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ১৭:২০

শেয়ার

বাকৃবিতে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
ছবি : বাংলা এডিশন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন। কৃষিবিদদের অধিকার রক্ষা, পেশাগত বৈষম্য দূরীকরণ এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।
 
মঙ্গলবার  সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে কোনো ট্রেন ওই স্থানে আটকা পড়েনি। অবরোধে অংশ নেন কৃষি অনুষদের শতাধিক শিক্ষার্থী। দুপুর ১২টা ১০ মিনিটে অবরোধ তুলে নেওয়ার পর পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
 
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
২. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত পর্যালোচনা ও পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যতিরেকে ৯ম গ্রেডে (বিশেষ করে বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ রাখা যাবে না।
৪. কৃষি ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না।
৫. কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ের স্নাতক ব্যতীত অন্য কেউ ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না; এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষি ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠানের (ডিএই) অধীনেই রাখতে হবে।
 
শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
banner close
banner close