
ছবি : বাংলা এডিশন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনের কার্যক্রম হিসাবে প্রশাসনিক সকল দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে সাময়িক অবস্থান নেয় শিক্ষার্থীরা।
মঙ্গলবার ১২ টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রাউন্ড ফ্লোর থেকে একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের অভিমুখে রওনা দিয়ে সেখানে কর্মরত প্রশাসনের সকল কর্মকর্তাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। পরে বেলা ১ টার সময় আরেকটি মিছিল বের করে প্রশাসনের প্রতিকী কফিন নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে রেখে দেয়।
শিক্ষার্থীরা জানান এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন হুমকি, মামলার কারনে কিছুদিন চলে থেমে গেলও, কিন্তু এবারের আন্দোলন উপাচার্যের পদত্যাগ ছাড়া কোনোভাবেই থামবেনা। নতুন নতুন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের আন্দোলন অব্যহত রাখবো।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, আপনারা জানেন ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং দায়িত্বশীল কর্মকর্তা যারা ফ্যাসিস্ট আমলে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে তারাই পূণরায় দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেনি। দ্বিতীয়ত আপনারা দেখেছেন আওয়ামী সরকার যৌক্তিক গণতান্ত্রিক আন্দোলনকে হামলা মামলা দিয়ে দমিয়ে রাখতো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিন একই কায়দায় সাধারন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন হামলা মামলা দিয়ে দমিয়ে রেখেছে। বাংলাদেশর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে নব্য ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়। আমরা স্বাধীন শিক্ষার্থী হিসাবে কোনো ভাবেই পরাধীনতা গ্রহণ করতে পারিনা। তাই শিক্ষার্থীরা শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে প্রশানের সকল সেক্টরকে শাটডাউন ঘোষনা করেছে। আমরা উপাচার্যর পদত্যাগ দাবি করছি।
ইংরেজি বিভাগের আন্দোলনকারী নারী শিক্ষার্থী জানান, শুচিতা শরমিনের মতো ফ্যাসিস্ট উপাচার্যকে আমরা চায় না। আজকে আমরা সাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়েছি। এখন আমদের দাবি যদি মেনে না নেয় তাহলে ওনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। উপাচার্যের পদত্যাগের চেয়ে আরো কঠোর পদক্ষেপ কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন ডিরেক্ট বলতে পারছি না তবে আন্দোলন আরো ফলপ্রসূ হবে
আরও পড়ুন: