ছবি : বাংলা এডিশন
শরীয়তপুরের ডামুড্যায় ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্স করানোর দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক নাসিং কলেজের শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১১ টা ডামুড্যা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাসিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
তারা বলেন, এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষা দিয়েই এখানে আসতে হয়। এখানে তিন বছরের কোর্স। আমরা চাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের (পাস) সমমান। কিন্তু আমরা সেটা পাচ্ছি না। অনেক দিন ধরে চাইলেও এটা আমাদের পূরণ হচ্ছে না। আমরা চাই, নতুন সরকার যেহেতু এসেছে, বৈষম্য দূর হয়ে যাক। আমাদের পড়াশোনার মর্যাদাটা যাতে দেওয়া হয়।
এসময় মোহাম্মদ তোফায়েল আহমেদ, জান্নাত, ফাহিমা আক্তার সহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








