
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাউন্ট) কম্পোজিং এ জেনার: হাউ থিসিস রাইটিং ওয়ার্ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী বাউস্টের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে থিসিস লেখার রীতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। থিসিসের কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ও ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. ওয়ালিউল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও মানবিক ফ্যাকাল্টির ডিন প্রফেসর জহুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাউস্টের ইংরেজি বিভাগের প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর মো. আশিকুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউস্টের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, ট্রেজারার লে. কর্নেল শামীম রেজা (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন প্রমুখ।
সেমিনারে ইংরেজি বিভাগের বিভিন্ন সেমিস্টারের ৩০০ শিক্ষার্থী অংশ নেন।
আরও পড়ুন: