রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে: উপাচার্য রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৫ ১৯:১৫

শেয়ার

জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে: উপাচার্য রেজাউল করিম
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাজধানীর পুরান ঢাকায় হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণ প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত ৮ম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে (ছাত্র) চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রকল্প অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। এখন কেবল একটি সভা বাকি রয়েছে। শীঘ্রই তা হবে। প্রকল্পটি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে একনেকে পাঠানো হয়। এজন্য কিছু সময়ের প্রয়োজন হয়।’

উপাচার্য বলেন, ‘বর্তমান সরকার আসার পর আমাদের প্রকল্প যত দ্রুত অগ্রসর হয়েছে, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন হয়নি। শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা আশাবাদী, খুব শিগগিরই তারা আবাসন সুবিধা পাবে। তবে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য কিছু ভূমি অধিগ্রহণ বাকি রয়েছে, যার সমাধান না হলে আমরা সামনে এগোতে পারছি না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

banner close
banner close