শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

পাকস্থলীর ক্যান্সারে ববি শিক্ষার্থীর মৃত্যু

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৫ ১৩:০৭

শেয়ার

পাকস্থলীর ক্যান্সারে ববি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর বাড়ি ফরিদপুর জেলার গজারিয়া উপজেলায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

জেবুন্নেছার মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

বিভাগটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘জেবুন্নেছা একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে সে হঠাৎ অসুস্ত হয়ে পড়ে। পরে তার পাকস্থলীতে ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলে পুরণায় পুরো উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে চেযেছিলো সে। কিন্তু আজ সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। তার মতো এমন এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা এবং আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।’

banner close
banner close