বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

জবি শিক্ষার্থীদের ‘কাঁথা-বালিশ’ কর্মসূচি: তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থান

প্রতিনিধি,জবি

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ১৮:৩৫

আপডেট: ২২ এপ্রিল, ২০২৫ ১৮:৩৬

শেয়ার

জবি শিক্ষার্থীদের ‘কাঁথা-বালিশ’ কর্মসূচি: তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থান
ছবি: বাংলা এডিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে ‘কাঁথা-বালিশ’ কর্মসূচি পালন করছেন। গতকাল (২১ এপ্রিল) থেকে তারা বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের কাউন্সেলিং সেন্টারে অবস্থান শুরু করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই রাত্রিযাপন করার ঘোষণা দিয়েছেন।
 
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানালেও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় তারা এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
 
দর্শন বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান বলেন, “আমরা কোনো উপায় না পেয়ে এই কাঁথা-বালিশ কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাতে বিশ্ববিদ্যালয়ে ঘুমানোর এই কর্মসূচি চলমান রাখবো। ক্লাস-পরীক্ষা চলবে, কিন্তু আমাদের ঘুমানোর জায়গা না থাকায় এখানেই অবস্থান করবো।”
 
তিনি জানান, "আবাসনের দাবির পাশাপাশি শিক্ষার্থীরা আজ লিফলেট বিতরণ করছেন এবং আগামী ২৫ ও ২৬ এপ্রিল প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি পাঠাবেন।"
 
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
 
১. বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত করা।  
২. ২য় ক্যাম্পাস, পুরান ঢাকার হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণকাজ আগামী ১৫ দিনের মধ্যে দৃশ্যমানভাবে শুরু করা।  
৩. ২য় ক্যাম্পাস ও হল নির্মাণসংক্রান্ত কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রশাসনের পক্ষ থেকে জানানো।
 
সাত দিনের ঘোষিত কর্মসূচি:
 
২২ এপ্রিল: কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ।  
২৩ এপ্রিল: উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান  
২৪ এপ্রিল: বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মুক্তমঞ্চে সরাসরি আলোচনা।  
২৫-২৬ এপ্রিল: খোলা চিঠি ও অনলাইন প্রচারণা। 
 
banner close
banner close