
ছবি : বাংলা এডিশন
ছাত্রীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহল’-এর ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা জানান, আন্দোলনের মাধ্যমে তারা প্রথম দাবিটি আদায় করতে সক্ষম হয়েছেন।
দাবিগুলোর মধ্যে ছিল—হল ফি কমানো, হল ক্যান্টিনে ভর্তুকি প্রদান, ওয়াই-ফাই সমস্যার সমাধান এবং মেডিকেল সেন্টারের সুবিধা নিশ্চিত করা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা এই সমস্যাগুলোর মুখোমুখি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ইতিহাস বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী লিজা আক্তার বলেন, “হলের সিট সংখ্যা ৬০০ হলেও সেখানে প্রায় ১২০০ ছাত্রী অবস্থান করছে। প্রতিটি সিটে দুজন ছাত্রী থাকা সত্ত্বেও একজনের জন্য নির্ধারিত ৩ হাজার ৪০০ টাকা করে ফি দিতে হতো, যা ছিল অযৌক্তিক। আন্দোলনের ফলে হল ফি ৩ হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।”
অন্যদিকে, ইতিহাস বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী রোকসানা আক্তার তৃষ্ণা বলেন, “এক সিটে দুজন করে, এক রুমে আটজন গাদাগাদি করে থাকি। এই অবস্থায় ঠিকমতো পড়াশোনাও করা যায় না। ওয়াই-ফাই সমস্যার বিষয়ে বারবার জানানো হলেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। এছাড়া হলে কোনো মেডিকেল সুবিধা নেই, ডাইনিং ব্যবস্থা নেই এবং নিয়মিত গ্যাস সরবরাহও থাকে না।”
অবস্থানের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা হলেও কিছু বিষয়ে মতবিরোধও দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, বাকি তিনটি দাবিও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরও পড়ুন: