বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

সোনালি ব্যাংক শাখার স্বেরাচারী আচরণ থেকে মুক্তি চায় ববির ১৭-২০ গ্রেডের কর্মচারীরা

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫ ১৩:৪৫

শেয়ার

সোনালি ব্যাংক শাখার স্বেরাচারী আচরণ থেকে মুক্তি চায় ববির ১৭-২০ গ্রেডের কর্মচারীরা
সংবাদ সম্মেলন।

সোনালি ব্যাংক বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার স্বেচ্ছাচারি আচরণ থেকে মুক্তি পেতে ও  সরল সুদে সাধারণ গৃহ নির্মান /কর্পোরেট ঋনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১৭-২০ গ্রেডের কর্মচারীরা। 

আজ ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেন তারা।কর্মচারীদের পক্ষে দাবি গুলো পেশ করেন ১৭-২০ গ্রেডের কর্মচারী পরিষদের সভাপতি আরিফ সিকদার।
সংবাদ সম্মেলনে উঠে আসে ৪ দফা দাবি।আরিফ সিকদার বলেন"সরল সুদে গৃহনির্মাণ ঋন ও কর্পোরেট ঋণ আমাদের প্রাপ্য।বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ব্যাংকের শাখা থাকায় আমরা হয়রানির শিকার হচ্ছি।আগামী ২১ দিনের মধ্যে আমাদের দাবিগুলো কার্যকর না করা হলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য থাকবো"।

banner close
banner close