বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

গাজায় গণহত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১২:৫৬

শেয়ার

গাজায় গণহত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ
ছবি: বাংলা এডিশন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনের সড়কে একটি মানববন্ধন করেন তারা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

মিছিলে শিক্ষার্থীদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ ‘, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ মিছিলের পর একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীরের সঞ্চালনায় শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।   

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘যারা মানবাধিকার নিয়ে চিৎকার করে, যুদ্ধ করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মুসলমান কিংবা ভিন্ন ধর্মের একজন মানুষের রক্ত যদি আপনাদের হৃদয় স্পর্শ করতে না পারে তাহলে আপনারা মানবাধিকার কর্মী নন। আপনাদের এই কাজটি হচ্ছে পৃথিবী শাসন করার একটি কৌশল।’

তিনি আরও বলেন, ‘গাজায় যে গণহত্যা চলছে সেটা কোনো রাজনীতি কিংবা অর্থনীতিকে সমর্থন করে না। যারা গণতন্ত্রের নামে সারা বিশ্বে পুঁজিবাদ কায়েম করে শাসন করতে চায় তাদেরকে মনে করিয়ে দিতে চাই, গাজার এই রক্ত আপনাদের সকল প্রয়াসের বিরুদ্ধে যায়, আপনারা সবাই স্ববিরোধ মুক্ত হন, মানুষ হন তারপর পৃথিবী শাসন করেন।’

banner close
banner close