শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

ছাত্রদল শিবির বা ছাত্র ইউনিয়ন অপরাধী যে দলের হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে -ইবি সমন্বয়ক

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০১

শেয়ার

ছাত্রদল শিবির বা ছাত্র ইউনিয়ন অপরাধী যে দলের হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে -ইবি সমন্বয়ক
ইবি সমন্বয়ক। বাংলা এডিশন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট বলেছেন, গতদিন কুয়েটে এবং আজ এমসি কলেজে যে হামলা হয়েছে, এখানে ছাত্রদল, শিবির, ছাত্র ইউনিয়ন যেই দল হোক না কেন! তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় ইবিতে সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর উপর শিবিরের  হামলা, অবিলম্বে আওয়ামী দোসরদের বিচার ও তাদের  সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনায় তাদের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। এসময় এমন মন্তব্য করেন তিনি। 

তিনি আরোও বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার  যেমন বিনা ভোটে এমপি তৈরি করেছিল তেমনিভাবে বেশ কিছু বুদ্ধিজীবী তৈরি করেছিল। যারা ১৮ সালের  নির্বাচন এবং ২৪ এর গণহত্যাকে বৈধ করার জন্য ন্যারেটিভ তৈরি করেছিল। এই ন্যারেটিভ তৈরি করেছিল  যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের  রুবায়েদ আরেফিন সিদ্দিকী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের এরকম বেশ  কিছু শিক্ষক ছিল যারা  এ গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য ন্যারেটিভ তৈরি করেছিল। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারকারী ও বিভিন্ন অপরাধে জড়িত আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, যে-সব স্থাপনা তাদের নামে রয়েছে, সেগুলোর নাম দ্রুত পরিবর্তন করতে হবে।

এসময় শিক্ষার্থীরা, " সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও", "সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না", "আবু সাইদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ" ইত্যাদি স্লোগান দেয়।

এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আরোও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশীরুল কবির সৌরভ, গোলাম রব্বানী, তানভীর মন্ডল, সাজ্জাদ শেখ, ইসমাইল হোসেন রাহাত, সায়েম আহমেদ, জাস্টিস ফর জুলাই ইবি শাখার আহ্বায়ক নাহিদ হাসান জোয়ার্দারসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

 

 

banner close
banner close