শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

এমসি কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৪

শেয়ার

এমসি কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
জবি ছাত্রদলের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা কুয়েটের উপাচার্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময়স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার, রগ কাটার রাজনীতি চলবে না, চলবে না, ভিসির ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাইসহ নানা শ্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আগে আওয়ামী লীগ ডামি প্রার্থী তৈরি করত, ডামি নির্বাচন করত। এখন একদল ডামি সাধারণ শিক্ষার্থী সাজে। আমরা বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার এই ব্যানারটাকে কলুষিত করবেন না। আপনারা রাজনৈতিক স্বাধীনতা ব্যাবহার করুন, কোনো গুপ্ত আচরণ করবেন না।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল অন্যায়ের সাথে আপোষ করেনি। শত শত নেতাকর্মীর লাশ নিয়ে ঘুরেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শত শত হাজার হাজার নেতাকর্মীকে গুম হতে দেখেছে। এই ক্যাম্পাসেই ছাত্রদল তিন নেতাকর্মীকে হারিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শত শত ভাইয়েরা আহত নিহত হয়েছে। সামনের থেকে আন্দোলন করেছে।

তিনি আরও বলেন, আন্দোলনের ক্রেডিট ছাত্রদল একা নিতে চায় না। দেশরত্ন তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল কাজ করবে। একই সাথে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবে। কোন সংগঠন যদি মনে করে ছাত্রদলকে বাঁকা আঙ্গুল দেখাবে। তাদের বলে দিতে চাই, ১০ মিনিটের নোটিশে যেকোনো ষড়যন্ত্রকারী পরিস্থিতি মোকাবেলা করতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

banner close
banner close