
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ তুলে তার বাসভবন ও কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে মিছিলসহকারে বাসভবনের সামনে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে ছয়টি অভিযোগ উত্থাপন করে তার পদত্যাগের দাবি জানায়।
শিক্ষার্থীদের অভিযোগের মধ্যে রয়েছে—নিয়মবহির্ভূতভাবে মেয়াদোত্তীর্ণ এক কর্মকর্তাকে দায়িত্বে বহাল রাখা, ছাত্রদের ওপর হামলায় অভিযুক্তদের রক্ষা করা, সিন্ডিকেট কমিটিতে স্বচ্ছতার অভাব, ২২ দফা দাবির বাস্তবায়নে ব্যর্থতা এবং ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম বলেন, "উপাচার্য কিছু ব্যক্তিকে পুনর্বাসন করতে গোপনে সিন্ডিকেট সভা করেছেন, যা স্বচ্ছতার ঘাটতির ইঙ্গিত দেয়। আমরা চাই তিনি দ্রুত পদত্যাগ করুন।"
রসায়ন বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, "আমাদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে। উপাচার্য স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছেন, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।"
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের শহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শারাফাত হোসেন সিফাত, রসায়ন বিভাগের রফিকুল ইসলামসহ আরও অনেকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক সূত্রের সঙ্গে কথা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, "উপাচার্যকে সরানোর দাবিতে বিভিন্ন পক্ষ সক্রিয়। তবে শিক্ষার্থীদের স্বার্থে সবার একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে একাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয়।"
আরও পড়ুন: