শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ল' অ্যান্ড মুট কোর্ট সোসাইটির সভাপতি প্রিন্স, সম্পাদক মেহেরুন্নেসা

বিএমইউ প্রতিনিধি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:২২

শেয়ার




বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ল' অ্যান্ড মুট কোর্ট সোসাইটির সভাপতি প্রিন্স, সম্পাদক মেহেরুন্নেসা
সভাপতি প্রিন্স, সম্পাদক মেহেরুন্নেসা। বাংলা এডিশন

২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ল' অ্যান্ড মুট কোর্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি (সোমবার) এ নতুন কমিটি প্রকাশ করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে আশিকুর রহমান প্রিন্স সভাপতি এবং মেহেরুন্নেসা চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সহ-সভাপতি হিসেবে রওনক তাবাসসুম, রাফিয়া তাবাসসুম ও তাসনিমুল হাসান রাফিদ। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রাফে মুয়াজ রিদওয়ান সিনাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ তানভির হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাকিব উদ্দিন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আল আকশা খানম, এবং মিডিয়া ও জনসংযোগ সম্পাদক হিসেবে আহমেদ রাবিউল জিসান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে কাজী ওয়াজিউল্লাহ ইকরা ও আল বাশার মোহাম্মদ বিধান, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রোহান মুস্তাকিম ও তন্ময় চক্রবর্তী, সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ ওহি কবির, সাদী মোহাম্মদ সায়েম ও আহমেদ মুক্তাফি রোহান, সহকারী গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে সুজানা সাঈদ অনামিকা গোধুলী, সাদিয়া সুলতানা রিয়া ও হিয়া মনি রায় এবং সহকারী মিডিয়া ও জনসংযোগ সম্পাদক হিসেবে মোস্তাক আহমেদ, পুনাম প্রিয়াম নাইনা ও ইসরাত জাহান ঐশী নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিতে ৯ জন সিনিয়র এক্সিকিউটিভ ও ৯ জন জুনিয়র এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন। সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে তাসনিম সিরাজ, মাহরিব ইসলাম, জাসিনা জিকরা সাবা, হুজাইফা আশরাফি, শিবলা হাসান, মিতবা ফাইরুজ মনজুর, রাকিবুল হুদা, সুমাইয়া মাহজাবিন ও মোঃ সামিউল ইসলাম প্রমি এবং জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে নাফিয়া ইসরাত, নুর ফাতিমা হক নিসাত, মোঃ রায়হান উদ্দিন, মোঃ রাইসুল ইসলাম, তাসরোভা রহমান ঊষা, নাবিহা তাহসিন, মোঃ আশরাফুল ইসলাম আরিফ, মোঃ ইয়াসির আরাফাত অন্তর ও শেখ সাদাদ বিন আব্দুল আহাদ দায়িত্ব পেয়েছেন।

মেরিটাইম ইউনিভার্সিটি ল' অ্যান্ড মুট কোর্ট সোসাইটির নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান প্রিন্স বলেন, "নবনির্বাচিত সভাপতি হিসাবে নতুন ও বিদায়ী কমিটির সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। মেরিটাইম ইউনিভার্সিটি ল অ্যান্ড মুট কোর্ট সোসাইটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পুরো এক্সিকিউটিভ টিম একসাথে কাজ করবে ইনশাআল্লাহ।

আমাদের প্রধান উদ্দেশ্য হবে নতুনদের মুটিং এর জন্য তৈরি করা যাতে করে তারা বিভিন্ন প্রতিযোগীতামূলক ইভেন্টে অংশগ্রহণ করতে পারে। একই সাথে ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা যাতে করে শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা, যুক্তি প্রদানের ক্ষমতা বাড়ে এবং তারা যেন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে।"

নবনির্বাচিত সাধারন সম্পাদক মেহেরুন্নেসা চৌধুরী বলেন, "মেরিটাইম ইউনিভার্সিটি ল' অ্যান্ড মুট কোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করতে পেরে আমি সম্মানিত৷ আইনের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং দক্ষ করে গড়ে তোলার জন্য মুটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

আমারা শিক্ষার্থীদেরকে তাদের গবেষণা, তর্ক এবং বিতর্ক করার ক্ষমতা বাড়াতে, আইনী লড়াই এ দক্ষ করে তুলতে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷

এছাড়া আইনি শিক্ষাকে আরও সহজ করার জন্য আমরা বাইরের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাব যাতে আমরা জটিল আইনের ধারণাগুলোকে সহজ করতে পারি৷

আমি আমার দলের সাথে কাজ করার  মাধ্যমে আমাদের ইভেন্টগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় যাতে আমাদের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করতে চাই।"

নতুন কমিটি মেরিটাইম ইউনিভার্সিটি ল' অ্যান্ড মুট কোর্ট সোসাইটির কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের আইনি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী।

banner close
banner close