শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

ইবি ছাত্র ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধান চায় শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৪৮

শেয়ার

ইবি ছাত্র ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধান চায় শিক্ষার্থীরা
মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন। বাংলা এডিশন

২০১২ সালে গুম হওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন দুই বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরবেলা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে  দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুরু থেকে এখন পর্যন্ত ভাইদের ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। ফ্যাসিস্ট চলে গেলেও আমরা আমাদের ভাইদের ফিরে পাইনি। ব্যারিস্টার আরমান ফিরেছে। আমাদের ভাইদের সন্ধান দিন। আর যদি তারা জীবিত না থাকে, তাহলে তাদের লাশের সন্ধান দিন। অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আমাদের ভাইদের সন্ধান দিন।

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে করে ক্যাম্পাসে যাচ্ছিলেন ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাস। পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে পুলিশ। ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের গুম করা হয়েছে বলে দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

banner close
banner close