শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

১৪ বছর পর ছাত্রশিবিরের প্রকাশনা উৎস

ববি প্রতিনিধি 

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৪২

শেয়ার

১৪ বছর পর ছাত্রশিবিরের প্রকাশনা উৎস
১৪ বছর পর ছাত্রশিবিরের প্রকশনা উৎসব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ বছর পর ছাত্রশিবিরের প্রকশনা উৎসব ।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার  সারাদিন ব্যাপি চলে এই উৎসব। চলবে দুইদিন ব্যাপি,জানান আয়োজক কতৃপক্ষ। শিক্ষার্থীদের  অংশগ্রহণ ও প্রকাশনা ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে তৈরি হয়।

শিবিরের প্রকাশনা উৎসবে দেখা মিলবে বিভিন্ন রকম বইয়ের।এছাড়াও রয়েছে বাৎসরিক দিন-পঞ্জিকা ও ডায়েরি। ঠাঁই পেয়েছে জুলাই আন্দোলনের স্মৃতি বিজড়িত দিনগুলি।দেখা মিলেছে শিশুকিশোরদের ছড়ার বইয়ের।

এই বিষয়ে ববি আইন বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী শতকত বলেন'ছাত্রশিবির এমন উদ্যেগ  গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই।অন্যান্য ছাত্রসংগঠন যাতে শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ নেয়।ববিতে প্রথম এমন উৎসব দেখে আমরা সত্যিই আনন্দিত।'

প্রকাশনা উৎসব পরিদর্শনে আসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ট্রেজারার।

উপ-উপাচার্য বলেন'আমি প্রকাশনা উৎসবটি পরিদর্শন করে দেখলাম।এটি একটি প্রশংসনীয় উদ্যেগ।সমাজ গঠনের ক্ষেত্রে প্রকাশনাগুলি খুবই উপকারি।এছাড়াও জুলাই আন্দোলনের চিত্র ফুটে উঠেছে তাদের দিনপঞ্জিকাতে।'

ববি শাখার সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম জানান'ছাত্রশিবির চায় জ্ঞান ও বুদ্ধিভিত্তিক একটি সমাজ গঠন করতে।তারই অংশ হিসেবে আমরা আয়োজন করেছি দুইদিন ব্যাপি প্রকাশনা উৎসব। '

উল্লেখ্য যে, এর আগে গতকাল রাত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডিতে একটি পোস্টের দ্বারা  ববি শাখা ছাত্রশিবিররের  সভাপতি হিসবে আত্মপ্রকাশ করেন মুহাম্মদ আমিনুল ইসলাম। এরই মধ্যে দিয়ে  ১৪ বছর পর প্রকাশনা উৎসব  দিয়ে প্রকাশ্যো রাজনীতিতে আসলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

 

banner close
banner close