শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

বেরোবিতে দুইদিন বহিরাগতদের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৫ ১১:৫৮

শেয়ার

বেরোবিতে দুইদিন বহিরাগতদের প্রবেশ নিষেধ
ছবি: সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ক্যাম্পাসে শুক্রবার এবং শনিবার বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার বিকাল ৩টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো।’

এ সময়ে আইডি কার্ড সঙ্গে নিয়ে বেরোবির সব শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে। 

banner close
banner close