
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চতুর্থ দফা "ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান"-এর অন্তর্ভুক্ত কর্মসূচি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের "শিক্ষাবৃত্তি ২০২৫" এর জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
☞ আবেদনের নিয়মাবলি:
➤ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হতে হবে।
➤ আবেদনপত্রের সাথে প্রত্যয়নপত্র বা শিক্ষার্থী আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
➤ অন্য কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন।
➤ পিতামাতার বাৎসরিক আয় ২,৪০,০০০/- এর বেশী হলে আবেদনের অযোগ্য হবে।
➤ অসত্য তথ্যের সন্নিবেশ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
☞ বৃত্তির পরিমাণ: ৫,০০০৳ (এককালীন)
☞ আবেদনের যোগ্যতা:
* বিজ্ঞান বিভাগ: এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৪.৫০ থাকতে হবে।
* অন্যান্য বিভাগ: এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৪.০০ থাকতে হবে।
* শিক্ষার্থীকে অবশ্যই আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী হতে হবে।
☞ আবেদনের সময় ও আবেদনপত্র জমাদান:
* জমাদানের সময়: ১৫ জানুয়ারি, ২০২৫ থেকে ৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত।
* জমাদানের জন্য যোগাযোগ:
০১৭৯০৭৩৪৯৪৭ (রাকিব, রসায়ন ৪৯), ০১৮৭৯৩০৫২৪৭ (তৌহিদ, মাইক্রোবায়োলজি ৪৯), ০১৭৫০৬০১৩২২ (আরিফ, রসায়ন ৪৯)
* সরাসরি জমা: ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি (স্থান: কনফারেন্স রুম, টিএসসি), সময়: বিকাল ৩.০০ টা থেকে ৫.০০ টা।
◑ আবেদনপত্র ডাউনলোডের লিংক: https://drive.google.com/file/d/1xihm2oc27Hsdcj0UMpBiwDVm8VmioEcR/view?usp=drivesdk
আরও পড়ুন: