
সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে 'জাস্টিস ফর জুলাই' জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ অব্যাহত রেখেছে। জুলাইয়ে অসংখ্য পুলিশ গণহত্যা চালিয়েছিল, তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। বাংলার ইতিহাস থেকে দেখা যায়, প্রশাসন জনতাকে ছোট করে তাদের নিকৃষ্টভাবে দমন করে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের (বেসরকারি) শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব বলেন, গতদিনে মানুষ কথা বলার স্বাধীনতা পায়নি। নতুন বাংলাদেশে মানুষের মুখের ভাষা যেন আর কখনো কেড়ে নেওয়া না হয়।
গত মঙ্গলবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। সেসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: