
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১০০তম সিন্ডিকেট সভার নির্দেশ অমান্য করে ক্যাম্পাসের ভিতরে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে শাখা ছাত্রদল। তবে এমন কর্মসূচির জন্য প্রশাসনের কোন অনুমতি নেয়নি তাঁরা।
এর আগে গত ৬ অক্টোবর নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ ১০টি নির্দেশনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তফিজুর রহমান শুভর নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য শর্ট পিচ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের আড়ালে শিক্ষার্থীদের দলে ভিড়ানোর জন্য খিচুড়ি ভোজের আয়োজন করেন তিনি। এর আগে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৬ই ডিসেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে কুবি ছাত্রদল নিজস্ব নামে পুষ্পস্তবক অর্পণ করে। ক্যাম্পাসে এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় ক্যাম্পাসের ভিতরে ছাত্রদলের এ ধরণের আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমরা কোনো দলীয় ব্যানারে এখানে রাজনৈতিক কর্মকান্ড করছি না।"
তবে টুর্নামেন্টের ট্রফিতে কুবি শাখা ছাত্রদল লেখা দেখা গেছে।
দলীয় কার্যক্রমে প্রশাসনের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা দলীয় ব্যানারে অফিসিয়াল কোনো কার্যক্রম করিনি। তাই এবিষয়ে প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজনবোধ করিনি।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, তারা আমাদের থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা এ সম্পর্কে কোনোকিছু জানিও না।
আরও পড়ুন: