শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

রাবি শিবির সভাপতির পরিচয় প্রকাশ

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৮

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২১

শেয়ার

রাবি শিবির সভাপতির পরিচয় প্রকাশ
আব্দুল মোহাইমিন। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতির পরিচয় সামনে এসেছে।

বিশ্ববিদ্যালয়টির এমফিলে অধ্যয়নরত আব্দুল মোহাইমিন রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে। ২০২৩ সালের জুন মাসে তিনি এই দায়িত্ব গ্রহন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রাবি শিবির সভাপতি মোহাইমিনের পরিচয় এমন সময়ে সামনে এলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশের মধ্য দিয়ে নতুন এক মাত্রা যোগ হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।

চাঁপাইনবাবগঞ্জের সন্তান এই মোহাইমিন শিবিরের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকা সত্বেও মাস্টার্সের রেজাল্টে দেখিয়েছেন চমক। মাস্টার্সে তিনি ৩.৬৮ অর্জন করেছিলেন।

banner close
banner close