বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ২১:৫৯

শেয়ার

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি
ছবি: সংগৃহীত

চীনে নির্মিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন জাহাজ এমভি ‘বাংলার নবযাত্রা’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে জাহাজটি আনুষ্ঠানিকভাবে বিএসসির কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর কার্যক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা, নানইয়াং শিপইয়ার্ডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রেণিবিন্যাস সংস্থা লয়েডস রেজিস্টারের (এলআর) প্রতিনিধি এবং জাহাজ বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএসসি সূত্র জানায়, জাহাজটি আগে এক্সসিএল লায়ন নামে পরিচিত ছিল। মালিকানা পরিবর্তনের পর এর নতুন নামকরণ করা হয় ‘বাংলার নবযাত্রা’। আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাহাজটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কিনলো। প্রথমটির নাম ছিল ‘বাংলার প্রগতি’। এটি আমরা গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে বুঝে পেয়েছি। বুঝে পাওয়ার দুইদিন পরেই আমরা এটি ব্যবসায় নিয়োগ করি। এরপর থেকে আমরা এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা আয় করেছি। আর দ্বিতীয়টি ‘বাংলা নবযাত্রা’ আমরা অফিশিয়ালি বুধবার (২৭ জানুয়ারি) লন্ডনে বুঝে পেয়েছি। আজ শিপইয়ার্ডে জাহাজ বুঝে নিয়েছি। ইতোমধ্যে মাস্টারের কাছে চাবি বুঝিয়ে দিয়েছি। ১ ফেব্রুয়ারি জাহাজ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে।

তিনি আরও বলেন, আমরা সিঙ্গাপুরের আকিজ শিপিংকে আপাতত ভাড়া দিয়েছি। তারা আমাদের প্রতিদিন ২০ হাজার ডলার ভাড়া দেবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ লাখ টাকা।



banner close
banner close