শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৩ মাঘ, ১৪৩২

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান-এবিপি ২০২৬ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৩

শেয়ার

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান-এবিপি ২০২৬ হস্তান্তর
ছবি: সংগৃহীত

আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের সকল প্রতিষ্ঠানের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের হাতে সকল কোম্পানির পক্ষে অ্যানুয়াল বিজনেস প্ল্যান ২০২৬ হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও এবিপি কমিটি ২০২৬ এর চেয়ারম্যান ক্যাপটেন পিজে উল্লাহ অব.।

এতে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাবরিনা রশিদ নোভা, সাইফ আলী খান অতুল, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মাতা ফরিদা বেগম উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান বলেন দক্ষ মানব সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে পারে।

নতুন বছরে লক্ষ্য পূরণে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রুপায়ন গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন নতুন বছর নানাভাবে চ্যালেঞ্জিং । এর মধ্যেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

টিমওয়ার্কের মাধ্যমে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য অনিবার্য বলেও উল্লেখ করেন তিনি

এতে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম, রূপায়ণ গ্রুপের সিইও সাব্বীর হোসেন খান, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রি জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, এ এস এম সাইখুল ইসলাম, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজসহ সংশ্লিষ্ট কোম্পানি প্রধানগণ ।



banner close
banner close