শুক্রবার

৯ জানুয়ারি, ২০২৬ ২৬ পৌষ, ১৪৩২

শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬ ২৩:৩১

শেয়ার

শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) রাতে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া দেশের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা। পাশাপাশি দেশের শীর্ষ গ্রুপ ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান, বিএনপি সরকার গঠন করলে শিল্পকারখানায় নিরাপত্তা নিশ্চিত করা, মবসন্ত্রাস রোধ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা।

অন্যদিকে, বিএনপির ব্যবসাবান্ধব নীতিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা—এমনটাই জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।



banner close
banner close