শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

আলুর মড়ক রোগ দমনে আগাম সতর্কবার্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১০:২৬

শেয়ার

আলুর মড়ক রোগ দমনে আগাম সতর্কবার্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
ছবি: সংগৃহীত

আলুর লেইট ব্লাইট বা মড়ক রোধ দমনে কৃষকদের প্রতি আগাম সতর্কবার্তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, শীতকালীন এই মৌসুমে আলুর লেইট ব্লাইট বা মড়ক রোগ মহামারি আকার ধারণ করতে পারে। এমতাবস্থায় ফসল রক্ষার্থে কৃষকদের আগাম করণীয় পালন করার নির্দেশনা দেয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালে আলুর মড়ক রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি হলে এ রোগ দ্রুত বিস্তার লাভ করে।

এ রোগের লক্ষণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগের আক্রমণে প্রথমে গাছের গোড়ার দিকের পাতায় ছোপ ছোপ ভেজা হালকা সবুজ গোলাকার বা বিভিন্ন আকারের দাগ দেখা যায়, যা দ্রুত কালো রং ধারণ করে এবং পাতা পচে যায়। সকাল বেলা মাঠে গেলে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো জীবাণু দেখা যায়।

এ রোগ হওয়ার পূর্বেই কৃষকদের করণীয় সম্পর্কে বলা হয়, রোগের অনুকূল আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের জন্য ৭ দিন পর পর অনুমোদিত ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে।

যদি ইতোমধ্যে ফসল রোগে আক্রান্ত হয়ে যায় তবে, জমিতে সেচ বন্ধ করা এবং ৪/৫ দিন পর পর অনুমোদিত ছত্রাকনাশক সঠিক মাত্রায় স্প্রে করতে কৃষকদের পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।



banner close
banner close