রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

উত্তরায় রূপায়ণ সিটিতে ১৫ ডিসেম্বর থেকে শুরু ছয় দিনব্যাপী বিনিয়োগ কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৬

আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৭

শেয়ার

উত্তরায় রূপায়ণ সিটিতে ১৫ ডিসেম্বর থেকে শুরু ছয় দিনব্যাপী বিনিয়োগ কার্নিভাল
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক আবাসন প্রকল্প রূপায়ণ সিটি, উত্তরা-তে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বর ছয় দিনব্যাপী বিনিয়োগ কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে আগ্রহী ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে।

কার্নিভাল চলাকালে ফ্ল্যাট ও বাণিজ্যিক ইউনিটে থাকছে বিশেষ মূল্যছাড়, তাৎক্ষণিক বুকিং সুবিধা এবং সহজ কিস্তিতে পরিশোধের সুযোগ। রূপায়ণ সিটির বিভিন্ন প্রিমিয়াম প্রকল্পের নির্বাচিত ইউনিট বুকিংয়ের সুযোগ থাকবে এই আয়োজনে।

রূপায়ণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যেই এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। এ সময় আগ্রহীরা সরাসরি প্রকল্প পরিদর্শন, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার সুবিধা পাবেন।

কার্নিভালে অংশগ্রহণকারীদের জন্য প্রকল্পভিত্তিক উপস্থাপনা, সীমিত সময়ের বিশেষ অফার এবং অতিরিক্ত ক্রেতা সুবিধাও রাখা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত উত্তরার রূপায়ণ সিটি ক্লাব প্রাঙ্গণে এই বিনিয়োগ কার্নিভালে অংশ নিতে পারবেন আবাসন ও বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহীরা।



banner close
banner close