মূলধনী পণ্য আমদানির জন্য বিদেশি ঋণ নেয়ার শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শিল্পখাতের আমদানিকারকরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়াই মূলধনী পণ্য আমদানির বিপরীতেও তিন বছর মেয়াদি ঋণ নিতে পারবে। এতোদিন শুধু মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে এ সুবিধি মিলতো। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিডার বৈদেশিক ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট সংক্রান্ত বাছাই কমিটির ১৮৬তম সভার সিদ্ধান্তের আলোকে এ শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে মূলধনি পণ্য আমদানির ক্ষেত্রে শিল্পখাতের জন্য বায়ার্স ও সাপ্লায়ার্স ক্রেডিট সুবিধা গ্রহণের প্রক্রিয়া সহজ করা হলো। এতোদিন শুধু মূলধনী যন্ত্রপাতি ৩ বছর মেয়াদি ঋণ নিয়ে আমাদানি করার সুযোগ ছিল।
সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত পণ্য আমদানিতে প্রক্রিয়াগত জটিলতা দূর করবে। ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ তিন বছরের ইউজ্যান্স ভিত্তিক ঋণ নিয়ে মূলধনী পণ্য- যেমন জাহাজ, ইকুইপমেন্ট প্রভৃতি আমদানি করতে পারবেন। এ ব্যবস্থা বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নকে আরও স্বচ্ছ করবে। একই সাথে উৎপাদনশীল খাতের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য সহায়তা দেবে।
আরও পড়ুন:








