বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪২

আপডেট: ২ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪৪

শেয়ার

জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করলো এনবিআর
ছবি: সংগৃহীত

আগামী ১ জানুয়ারি হতে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চলতি বছরের শুরুতে এনবিআর কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামক একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করেছে। বর্তমানে এনবিআরের অধীনস্থ তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এই সফটওয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়‍্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে।

বন্ডেড ওয়‍্যারহাউজ লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করে থাকে। বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম মডিউল চালু হলেও এখনো বেশির ভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি নিচ্ছে, মাত্র অল্প কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা নিচ্ছে। সফটওয়‍্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১১ মাসেও এর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

বন্ডেড ওয়‍্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ০১ জানুয়ারি, ২০২৬ তারিখ হতে বন্ডেড ওয়‍্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ইউপি ইস্যুকরণ সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সফটওয়‍্যার এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর পর কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়‍্যার এর মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রদান করা হবে না মর্মে জাতীয় রাজস্ব বোর্ড একটি পরিপত্র জারি করেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ অটোমেশনের আওতায় আনার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে এনবিআর জানিয়েছে।



banner close
banner close