শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৪ অগ্রহায়ণ, ১৪৩২

আজ যে দামে দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ০৯:৪৫

শেয়ার

আজ যে দামে দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম সবশেষ সমন্বয় করা হয়েছে সোমবার। এরপর চারদিনে বিশ্ববাজারে সোনার দামে উত্থান-পতন ঘটলেও দেশের বাজারের জন্য দাম অপরিবর্তিতই রেখেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে গত মঙ্গলবার থেকে কার্যকর দামেই।

সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ভালো মানের। অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা দুই লাখ আট হাজার ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ২১ ক্যারেটে প্রতি ভরি সোনা এক লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার বিক্রয়মূল্যের সাথে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৮০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে বাড়ানো হয়েছে ৫৪ বার এবং কমানো হয়েছে ২৬ বার।



banner close
banner close