শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

দিলীপ আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ০৯:২৬

শেয়ার

দিলীপ আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি
ছবি: সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে ইতোমধ্যেই মামলা করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণের জন্য অভিযাচন পত্র পাঠিয়েছেন।

জানা যায়, আগারওয়ালার বিরুদ্ধে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগেও তদন্ত চলছে। এর আগে গত ৮ অক্টোবর দুদক তার বিরুদ্ধে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করে।



banner close
banner close