রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২২৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫১

শেয়ার

সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২২৩ কোটি ডলার
ফাইল ছবি

সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এর আগে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে পরের সাত দিনে ৪৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।



banner close
banner close