রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ওএমএস সেবা দিতে কোয়ান্ট ফিনটেকের সাথে পূবালী ব্যাংক সিকিউরিটিজের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:১২

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:১৩

শেয়ার

ওএমএস সেবা দিতে কোয়ান্ট ফিনটেকের সাথে পূবালী ব্যাংক সিকিউরিটিজের চুক্তি
ছবি: সংগৃহীত

গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করতে যাচ্ছে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ট্রেকহোল্ডার ও পূবালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক সিকিউরিটিজ। এ লক্ষ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরিকৃত বিশ্বমানের প্রথম ওএমএস কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্রোকারেজ হাউজটি।

বৃহস্পতিবার পূবালী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ ও কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল।

চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক সিকিউরিটিজের গ্রাহকদের ডিএসই ও সিএসইতে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দেবে। এর ফলে গ্রাহকরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্ট ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মো. জাবেদ হোসেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের এজিএম সুবাস দাস, কোম্পানি সচিব গনপতি কুমার, এসপিও মোহাম্মদ আবুল কাশেম ও রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।



banner close
banner close