রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৫৭

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৫৮

শেয়ার

দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা এর আগে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা ছিলো।

রবিবার এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা।

এরআগে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৭০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪৬ হাজার ৩১৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ নির্ধারণ করা ছিলো।



banner close
banner close