মৌসুম শুরু হলেও বাজারে ইলিশের দাম চরম পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত। এমনকি বড় সাইজের মাছের দাম ৩ হাজার ৫০০ টাকা ছাড়িয়েছে। এ অবস্থায় মাছটি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর, কারওয়ান বাজার, স্বপ্ন, মিনাবাজার ও অন্যান্য সুপারশপ ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
মোহাম্মদপুর টাউনহল মার্কেটে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, ৮০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় এবং ১ কেজির ইলিশ ২ হাজার ৪০০ টাকা দরে।
সুপারশপগুলোতেও চড়া দাম, স্বপ্নে ৯০০ গ্রামের ইলিশ ২ হাজার ৪৫০ টাকা, মিনাবাজারে ১ দশমিক ২ কেজির ইলিশ ২ হাজার ৮৬০ টাকা এবং চালঢাল ডটকমে ৪০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫৮৯ টাকায়।
ব্যবসায়ীরা জানান, পদ্মার ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। যদিও চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামের ইলিশও বাজারে পাওয়া যাচ্ছে। দাম কিছুটা কমলেও চাহিদা বেশি হওয়ায় ব্যবধান খুবই সামান্য ১০০ থেকে ২০০ টাকা।
ক্রেতারা অভিযোগ করেছেন, এখন ২ হাজার টাকার নিচে ভালো ইলিশ পাওয়াই দায়। বিশেষ করে বড় সাইজের ইলিশ কিনতে গেলে পকেট খালি হয়ে যায় বলে মন্তব্য করেছেন অনেকে।
বিক্রেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে সরবরাহ আরও কমতে পারে, ফলে ইলিশের দাম আরও বাড়তে পারে।
আরও পড়ুন:








