রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১৫:১৪

শেয়ার

প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে গত ৪ আগস্ট। প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকে মাত্র ১০ দিনের মাথায় প্রায় ১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি। ২০২৪-২৫ কর বছরে অনলাইন রিটার্ন দাখিল শুরু হয়েছিলো ৯ সেপ্টেম্বর এবং প্রথম ১০ দিনে রিটার্ন জমা পড়েছিলো ২০ হাজার ৫২৩টি।

জাতীয় রাজস্ব বোর্ড গত ৩ আগস্ট জারি করা এক বিশেষ আদেশে জানায়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের ব্যতীত দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে ১১ আগস্ট জারি করা পরবর্তী আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়।

এনবিআর আরও জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যার কারণে কোনো করদাতা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হলে, তিনি ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যুক্তিসহ আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনসাপেক্ষে সেই করদাতা পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ কিংবা অন্য যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আয়কর সনদও প্রিন্ট করে নিতে পারবেন।



banner close
banner close