ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের তেজগাঁওয়ের সম্পত্তি নিলামে তুলেছে ইউনাইটে কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটির ঢাকার মহাখালী শাখার ১০৪ কোটি ৪২ লাখ টাকার খেলাপি ঋণ আদায় করতে না পেরে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগ্রহীদের আগামী ২১ আগস্টের মধ্যে দরপত্র জমা দিতে হবে।
এ বিষয়ে ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাখালী শাখার ১০৪ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকার খেলাপি ঋণ আদায়ে ব্যাংক বন্ধকি সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে। তেজগাঁও বাণিজ্যিক অঞ্চলের ৩৩ দশমিক শূন্য ১ শতাংশ জমির বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাজী গ্রুপের খেলাপি ঋণ আদায়ে সমন নোটিশ দিয়েছে ব্যাংক এশিয়া। ব্যাংকটির সাতমসজিদ রোড শাখায় কাজী অ্যান্ড কাজী টি স্টেটের খেলাপি ৪ কোটি ৯২ লাখ ৬১ হাজার টাকা। আর পাথর লিমিটেডের খেলাপি ৫১ কোটি ৫৩ লাখ ৭২ হাজার টাকা। অর্থঋণ আদালতে চলমান মামলায় তাকে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে হাজির হতে হবে। না হলে এ মামলা নিষ্পত্তি করে আদেশ দেবেন আদালত।
গত সপ্তাহে সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখায় নাভানা রিয়েল এস্টেট ৫০১ কোটি টাকার খেলাপি এবং পার্টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজের প্রতিষ্ঠান পার্টেক্স কোল লিমিটেডের ব্যাংক এশিয়ায় ১১৬ কোটি ৪৬ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ে বন্ধকি সম্পত্তি বিক্রির নিলাম ডাকে সংশ্লিষ্ট ব্যাংক। নাভানা রিয়েল এস্টেটের ঢাকার তেঁজগাওসহ বিভিন্ন এলাকার বন্ধকি মোট ৫২৬ শতাংশ জমি ও এসব জমিতে স্থাপিত ভবন, কারখানা বিক্রি করা হবে। আর রুবেল আজিজের গাজীপুরের ১০৩ শতাংশ এবং উত্তরার ১৪৫ শতাংশ বন্ধকি সম্পত্তি বিক্রির নিলাম ডেকেছে ব্যাংক।
আরও পড়ুন:








