দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলছে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরে।
মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে এবং দেশের সব রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলছে। দুপুর ২টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। একইসঙ্গে চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে।
সোমবারও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা প্রায় একই ধরনের কর্মসূচি পালন করেন। মঙ্গলবারও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। যেখানে দেখা গেছে, ‘গোলামি আইন বাতিল কর, করতে হবে’, ‘বদলির নামে প্রহসন মানি না, মানবো না’ কিংবা ‘বদলির নামে জুলুমবাজি বন্ধ করতে হবে’ ইত্যাদি লেখা।
সোমবার বিকেলে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলন থেকে প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল ও এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে ঘোষণা করা কর্মসূচির মধ্যে ছিল– মঙ্গলবার আন্তর্জাতিক যাত্রীসেবা ও রনি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি, কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ।
আরও পড়ুন:








