রবিবার

২৫ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৮ জিলক্বদ, ১৪৪৬

মে মাসের ২৪ দিনে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১৯:৪৪

শেয়ার

মে মাসের ২৪ দিনে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার
ছবি : সংগৃহীত

মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স (প্রায় ২.২৫ বিলিয়ন ডলার) এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪০১ কোটি টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে প্রকাশিত এক বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

বিবরণী থেকে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯ কোটি ৩৫ লাখ ডলার বা ১১৪২ কোটি টাকা।

মাসের বাকি দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে নতুন রেকর্ড হতে পারে। অর্থাৎ পুরো মাসে প্রবাসী আয় আসতে পারে প্রায় তিন বিলিয়ন ডলারের।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মে মাসের প্রথম ২৪ দিনে ২২৪ কোটি ৬০ ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫৩ লাখ টাকা।

বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ২০ কোটি ৫০ লাখ ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার।

banner close
banner close