রবিবার

২৫ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

চট্টগ্রাম বন্দর কাওকে দেয়া হচ্ছে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১২:১১

আপডেট: ২৫ মে, ২০২৫ ১২:২৩

শেয়ার

চট্টগ্রাম বন্দর কাওকে দেয়া হচ্ছে না: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কাওকে দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না।’

রোববার দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত, সিএমজেএফ টক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেনো ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেনো তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন।’

বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম বন্দরে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন শফিকুল আলম।

banner close
banner close