শনিবার

১৭ মে, ২০২৫
২ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

শনিবার খোলা থাকবে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ১৯:৪০

শেয়ার

শনিবার খোলা থাকবে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার
ফাইল ছবি।

ঈদুল আজহার দীর্ঘ ছুটির পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও খোলা থাকবে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার। ফলে গ্রাহকরা এ দিনেও পাবেন স্বাভাবিক ব্যাংকিং ও আর্থিক সেবা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষ্যে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে সরকারি অফিসগুলো ১৭ ও ২৪ মে, দুইটি শনিবার খোলা থাকবে।

এর আগে গত ৬ মে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে চলবে স্বাভাবিক কার্যক্রম।

banner close
banner close